
গোপালগঞ্জের মুকসুদপুরে ওলামা সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, একটি বড় দল বিএনপি, তারা ক্ষমতায় আসার আগেই তাদের পতনের অবস্থা নিজেরাই তৈরি করে রেখেছে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এ দেশের অবস্থা বিগত দিনের চেয়েও বেশি খারাপ হবে।
তিনি আরও বলেন, আপনি যাকে ভোট দিয়ে নেতা বানাবেন, সেই নেতা ভালো কাজ করলে তার ফল আপনারা পাবেন। আর নেতা যদি খারাপ কাজ করে তাহলে তার ফলও আপনারা পাবেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে মুকসুদপুর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে, উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আহ্বায়ক হযরত মাওলানা মুফতি শারাফত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামি আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।
উপজেলা জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সদস্যসচিব মাওলানা শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব হাঃ মাওঃ মোঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব মাওঃ মোঃ ফায়েক উজ্জামান, পৌর ছদর মোঃ বজলুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ রত্তন মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আলামিন মোল্লা,
পৌর সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ মাহাদী হাসান, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ তৈয়াবুর রহমান, পৌর সভাপতি মোঃ সাগর ইসলাম হারুন, উপজেলা ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আবু সাঈদ বিন আক্কাস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সরকারি মুকসুদপুর কলেজ শাখার সভাপতি আব্দুর রহমান প্রমূখ।
এ সময়, মুকসুদপুর উপজেলা জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের পুরাতন কমিটি বিলুপ্ত করে, মাওঃ ইমরান হোসাইনকে সভাপতি এবং হাঃ মাওঃ শফিকুল ইসলাম সবুজকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।