Image description
 

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করলে উন্নয়ন বঞ্চনার অবসান হবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী জুলাইযোদ্ধা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 

গতকাল বৃহস্পতিবার তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে বিয়ানিবাজার উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত গণমিছিলপূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

এমরান চৌধুরী বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নতুন বাংলাদেশ বিনির্মাণের এক সুস্পষ্ট রূপরেখা। নতুন বাংলাদেশ ও পরবর্তী প্রজন্মের স্বপ্নপূরণের বীজ তাতে নিহিত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, যুগ যুগ ধরে শিক্ষা দীক্ষায় উন্নত বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকা গত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনার শিকার ছিল। ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করলে এ বঞ্চনার অবসান হবে।

তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে বিয়ানীবাজার- গোলাপগঞ্জে ধানের শীষকে বিজয়ী করার জন‍্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।