Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনেই বিজয়ের লক্ষ্যে লড়াই করবে বলে জানিয়েছেন দলটির আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, নির্বাচনের মাঠ এখন সবার জন্য উন্মুক্ত। দেশের মানুষ ইসলামের পক্ষে এক অনন্য প্রত্যাশায় আছে—এমন সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে বিজয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছে।

বুধবার দুপুরে রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পির বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আমরা শেষ দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর ছাড়া বিকল্প নেই। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতিও আমাদের চলমান থাকবে। ৩০০ আসনই আমাদের লক্ষ্য। জোটবদ্ধ রাজনীতির বিষয়েও আলোচনা চলছে, তবে কোন আসনে কে প্রার্থী হবেন—সে সিদ্ধান্তের সময় এখনও আসেনি।

তিনি আরও বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন—এই ধারাবাহিকতায় সরকারকে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে ফেরত যেতে দেওয়া যাবে না।

 

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফীসহ কেন্দ্রীয় নেতারা।