
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই মানে হাসিনার পতন নয়, জুলাই মানে ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে থাকা। প্রয়োজনে শহীদ হবো, তবুও অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ফেনীতে ছাত্র শিবিরের জেলা ও শহর শাখার সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ক্ষমতার পরিবর্তন নয়, আমরা বিজয় পেয়েছি। এখন কেউ বাধা দেন না। ডাকসু, জাকসুতে জয় পেয়েছি। একসময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নামও মুখে নেওয়া যেত না। এখন সাধারণ শিক্ষার্থীরা শিবিরের দিকে ঝুঁকছে।
শিবির সভাপতি বলেন, মক্কা বিজয়ের পর মহান আল্লাহ তায়ালা রাসূল (সা.)-কে হিযরত করতে বাধ্য করেছিলেন। বিজয়ের পর অহংকারী হওয়া যাবে না। অনেক কিছু অর্জন করেছি মনে করলে পতন সেখান থেকেই শুরু হয়। সুযোগকে আমানত মনে করে কাজে লাগাতে হবে। কুরআন-হাদিস ও অ্যাকাডেমিক জ্ঞান অর্জন করতে হবে। কাঙ্ক্ষিত নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, হায়াত সংকীর্ণ, স্বপ্ন বড়। এজন্য সময় নষ্ট করা যাবে না, পরিশ্রম করতে হবে। রাসূল (সা.) অল্প সময়ে বহু বিজয় অর্জন করেছেন। জিয়া ফোর্স বা শেখ মুজিবের অনুসারীদের মতো হলে চলবে না। মূর্খের সঙ্গে বিতর্ক করা ঠিক নয়।
এদিন রাতে শহরের দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে সদস্য সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সভায় শহর শিবির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল ও সেক্রেটারি ইমাম হোসেন আরমান।
এসময় শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।