Image description

শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, অনলাইনে প্রচারণা এবং হরতালে সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও পারুল অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন। পাশাপাশি গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালের সময় নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবরোধ করে গাছ পোড়ানোর ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় নড়িয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।