Image description

নাটোর জেলা ও স্থানীয় পর্যায়ের গণঅধিকার পরিষদের ৩৬ জন নেতাকর্মী সাময়িকভাবে তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির ওই নেতারা রোববার (৫ অক্টোবর) বিকেলে পৃথকভাবে একযোগে জেলা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন।

ঘোষণা অনুযায়ী, লালপুর উপজেলার ৮ নম্বর দুড়দুড়িয়া ইউনিয়ন ও সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটিসহ মোট ৩৬ জন সদস্য তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন নাটোর জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেন্নিকা পারভিন, লালপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান এবং অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল হেলাল।

পদত্যাগের কারণ সম্পর্কে লালপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, এগুলো ব্যক্তিগত সিদ্ধান্ত; আমরা স্বেচ্ছায় একযোগে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তিনি এই সিদ্ধান্তকে কোনো রাজনৈতিক সংঘাতের অংশ বলে উল্লেখ করেননি।

অন্যদিকে, নাটোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ বলেন, আমি এ বিষয়ে জানি না। কেউ যদি সংগঠনকে ছোট বা অপপ্রচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এমন কাজ করে থাকে, সেটি প্রতিহত করা হবে। তিনি অভ্যন্তরীণভাবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সংগঠনিক পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

স্থানীয় নেতারা বলছেন, পদত্যাগকারীদের বক্তব্য ও কারণ নথিভুক্ত করা হয়েছে এবং সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী এ বিষয়ে সমাধান করা হবে।

ধারণা করা হচ্ছে, পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ ছাড়াও সংগঠনের অভ্যন্তরীণ বা স্থানীয় কোনো বিবাদ কাজ করতে পারে। আনুষ্ঠানিকভাবে সবকিছু জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে এবং যাচাই চলছে। নাটোর শহর ও লালপুরের রাজনৈতিক সচেতন মহল এই ঘটনায় নজর রাখছে।

শীর্ষনিউজ