Image description

বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে ইতিহাস সৃষ্টি করেছে। রবিবার (৬ অক্টোবর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রথমবারের মতো ৩ হাজার ৯০০ ডলার ছাড়িয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সকালে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩,৯২৯.৯১ ডলার প্রতি আউন্সে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৫৪.৭০ ডলারে — যা ইতিহাসে সর্বোচ্চ।

 

বাজার বিশ্লেষকরা বলছেন, ইয়েনের দুর্বলতা, মার্কিন সরকারের অচলাবস্থা (শাটডাউন) এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা—এই তিনটি কারণ বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঠেলে দিয়েছে।

কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “কম সুদের পরিবেশে স্বর্ণই সবচেয়ে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ। বিনিয়োগকারীরা ঝুঁকিহীন সম্পদের দিকে ঝুঁকছেন, যা বাজারে স্বর্ণের দামকে আরও উঁচুতে নিয়ে গেছে।”

 

পরিসংখ্যান বলছে

  • ২০২৪ সালে স্বর্ণের দাম বেড়েছিল ২৭ শতাংশ।

  • ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত বেড়েছে প্রায় ৪৯ শতাংশ।

  • বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ETF) চাহিদা বৃদ্ধি, ডলারের দুর্বলতা এবং ভূরাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে স্বর্ণের বাজারে রেকর্ড চাহিদা তৈরি করেছে।

 

অন্যান্য মূল্যবান ধাতুও ঊর্ধ্বমুখী

একই দিনে অন্যান্য ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে—

  • সিলভার (রূপা): ৪৮.৫৩ ডলার প্রতি আউন্স

  • প্লাটিনাম: ১,৬২৩.৮৮ ডলার

  • প্যালাডিয়াম: ১,২৭৫.৬৫ ডলার

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক মন্দা ও রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতেও স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

 

ঢাকাটাইমস