Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণমাধ্যমে আমার কথা বলা বন্ধ করেছিল স্বৈরাচারী সরকার। কিন্তু আমার কথা বলা বন্ধ থাকেনি। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পন্থায় আমি নেতাকর্মীদের সঙ্গে প্রতিদিন কথা বলেছি।

সোমবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি গণমাধ্যমে কথা বলেছি কিন্তু স্বৈরাচারী সরকার আপনাদের পত্রিকায় ছাপতে দেয়নি। আপনাদের ছাপানোর ইচ্ছা ছিলো।

নির্বাচনের আগে দেশে আসবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে কিভাবে দূরে থাকি। অবশ্যই খুব দ্রুত দেশে ফিরবো।

দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনিছে, সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছি।