
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল যশোর-৪ আসনের বিএনপির মনোনোয়নপ্রত্যাশী নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেছেন, দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি। কোনো চাঁদাবাজ, ঋণ খেলাপি, ভূমি দখলকারী বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। সরকারি বরাদ্দের টাকা মেরে খাওয়া নেতাকে সংসদ সদস্য হিসেবে জনগণ চায় না।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে যশোরের দরাজহাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামে অনুষ্ঠিত ‘কেমন সংসদ সদস্য চাই’ শীর্ষক মতবিনিময় সভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলে কাজ করে চলেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় জনগণের মতামতের ভিত্তিতে এ আসন পরিচালনা করব।
এ দিন স্থানীয় বিএনপি নেতা আবু মুছার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, তৌহিদুর রহমান মিঠু, কৃষকদল নেতা বুলবুল আহম্মেদ, শোয়েব হোসেন, মনিরুল বিশ্বাস, বাবুল আখতার যুবদল নেতা জাকির হাসানসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।