Image description
 

কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের জামায়াত নেতা আমজাদ হোসেন হত্যা মামলার ৩নং আসামি সৈয়দ নুরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের নতুন মহাল এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ধৃত আসামি একই এলাকার মফজল আহমদের ছেলে। তার ছেলে ছাত্রলীগ নেতা রায়েফ আনান রাফি এই হত্যা মামলার প্রধান আসামি।

 

স্থানীয়রা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সৈয়দ নূরই ওই এলাকার যাবতীয় অপরাধের নিয়ন্ত্রক।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে পুলিশের বিশেষ একটি দল সৈয়দ নূরকে গ্রেপ্তার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলমও বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইতোপূর্বে ঘটনার দিন রাতে স্থানীয়রা এই হত্যাকাণ্ডে জড়িত থাকায় স্থানীয় ইউপি সদস্য এহছানুল হককে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছিলেন।

 

প্রসঙ্গত, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় স্থানীয় ছৈয়দ নুরের ছেলে, নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী রায়েফ আনান রাফি (২৪), তার সহযোগী আবছার কামাল (৩৬) ও মো. মোফাচ্ছলের (৪৫) নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করে একই এলাকার নুরুল কবিরের ছেলে প্রবাস ফেরত স্থানীয় জামায়াতে ইসলামীর যুব বিভাগের বাজার ইউনিট সেক্রেটারি হাফেজ আমজাদ হোসেনকে।

 

পরে নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।