
জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলাম।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকা জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার দেয়া প্রতিক্রিয়ায় ভাষণকে স্বাগত জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস টানা দ্বিতীয়বার বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে বলে বিশ্ব সম্প্রদায়কে জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির ৬ নেতা। দলগুলোর নেতারা নির্বাচন ইস্যুতে সরকারপ্রধানের বক্তব্যের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা তাহের বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরাও একমত। তবে তার আগে জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে।”
ভাষণের প্রশংসা করে তিনি বলেন, “সাধারণ অধিবেশনে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য গোল্ড মেডেল পাওয়ার মতো। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে আসায় আমরা স্বাগত জানাই।”
এর আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে।”
তিনি বলেন, “আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটা প্রক্রিয়া শুরু করে দিয়ে যেতে চাই, যাতে করে পরবর্তী সময়ে যেই সরকার গঠন করুক, সংস্কার কাজ যেন চালিয়ে যায়।”
শীর্ষনিউজ