Image description

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবু যাফর শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল সদর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড কমিটির সহ-সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাউফল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আবু যাফর জামায়াতে ইসলামীর একটি মিছিলে অংশগ্রহণ করায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসেন জানান, জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত মিছিলে অংশ নেন আবু যাফর। মিছিল থেকে ফেরার পথে একই গ্রামের ছাত্রদল কর্মী রাসেল হাওলাদার তাকে উদ্দেশ্য করে হামলা চালান।

ভুক্তভোগী আবু যাফর বলেন, ‘রাসেল হাওলাদার আমাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। গালাগাল করতে করতে মারতে শুরু করেন। তিনি আমাকে হুমকি দিয়ে বলেন, যেনো আর কখনও জামায়াতের সভা-সমাবেশে অংশ না নেই।’

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রাসেল হাওলাদার বলেন, ‘আজ যাফরের সঙ্গে আমার কোনো দেখাই হয়নি। তার ওপর হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’