
যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের ওপর ডিম ছোড়ার ঘটনায় আওয়ামী লীগ খুশি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চ্যানেল 24 এর টকশো ‘মুক্তবাক’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়াম লীগ খুব খুশি। তারা রাজনৈতিক নেতাদের ওপর ডিম ছুড়ছে, অপমান করছে। কিন্তু তারা বুঝে না, দিন শেষে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যে চরিত্রে দেখেছে এখনও একই চরিত্রে আছে বলে মন্তব্য করছে।
তিনি বলেন, আওয়ামী লীগকে বিড়াল ভাবার কোনো কারণ নেই। উদাহরণ দিলে ইঁদুর বা শিয়ালের সঙ্গে দলটির তুলনা করতে পারি। সারা দেশের মানুষের রাগে-ক্ষোভের মুখে আ.লীগ পালিয়ে গেছে। নেপালের মতো অপমান করার জন্যও একজন মন্ত্রীকে আমরা পেলাম না।
তিনি আরও বলেন, সব কিছুর লিমিট ক্রস করে তারা ডিম নিক্ষেপ করেছে। তাসনীম জারাকে অপমান করেছে। একজন নারীকে এভাবে অপমান-অপদস্থ করা খুবই নিন্দনীয়। এতোদিন যারা মব বলে চালিয়েছেন এখন এটিকে মব বলছে না।
এবি পার্টির সদস্য সচিব বলেন, এতো অপরাধ করার পরও আওয়ামী লীগের মধ্যে নমনীয়তা নেই। অপরাধবোধ নেই। তাদের মতো এতো জঘন্যভাবে গালিগালাজ আর কেউ করে না।