
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিস্ট, স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে সুনির্দিষ্ট মিশন নিয়ে মাঠে নেমেছে কিছু চক্র। অন্তর্বর্তী সরকার যখন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে, ঠিক তখনই কিছু রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে মাঠে নেমেছে।
আজ মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় রিজভী বলেন, কিছু মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক খবর প্রচার করছে। আগামী সংসদ নির্বাচনে বিএনপির সবুজ সংকেত পেয়েছে এমন নিউজ প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে।
তিনি বলেন, বিএনপি এখনো পর্যন্ত মনোনয়নের ব্যাপারে কাউকে সবুজ সংকেত দেইনি। নিজ নিজ এলাকায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নির্দেশ দিয়েছেন। তফশিল ঘোষণার পর দলের পার্লামেন্টারিয়ান বোর্ড যাচাই-বাছাই করে সৎ যোগ্য জনগণের কাছে গ্রহণযোগ্য এবং দেশপ্রেমিক ব্যক্তিদেরকেই মনোনয়ন দেবে। তাই পত্রপত্রিকার প্রকাশিত খবর দেখে বিভ্রান্তিতে ভোগার সুযোগ নেই।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, ইতিমধ্যে দলের নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান।বিএনপি জনগণের দল, জনগণই বিএনপি'র আদর্শিক শক্তি। তাই জনগণের ভালোবাসা অর্জনের জন্য দ্বারে দ্বারে যেতে বলেছেন তারেক রহমান। দলের ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন।জনগণ বিরক্ত হয় এমন কোন কাজ না করতে নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শীর্ষনিউজ