
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি। এ ধরনের আলোচনার প্রশ্নই ওঠে না।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আসন নিয়ে আলোচনার তো প্রশ্নই আসে না। বিএনপির সঙ্গে জামায়াতের এরকম কোনো আলোচনা হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা খোঁজ নিচ্ছি- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সত্যিই এমন কোনো মন্তব্য করেছেন কি না। বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। যদি তিনি আসলেই এমন কিছু বলে থাকেন, তাহলে দলীয়ভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে।’