Image description

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলের ওয়াশরুম থেকে অর্ধশতাধিক পানির ফোয়ারা চুরি হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে অপরিচিত দুই ব্যক্তি ব্যাগসহ বিশ্ববিদ্যালয়ের ইউনুস খান স্কলার গার্ডেন-১ ছেলেদের হলে প্রবেশ করতে দেখা যায়। এতে হলের বি ব্লকের কিছু ফ্লোরের ওয়াশরুমের অর্ধশতাধিক পানির ফোয়ারা চুরি হওয়ার খবর পাওয়া যায়।

শিক্ষার্থীরা জানান, এমন চুরির ঘটনা উদ্বেগজনক। কারণ আজ ওয়াশরুমের পানির ফোয়ারা চুরি হচ্ছে, অন্যদিন শিক্ষার্থীদের রুম থেকে জিনিসপত্র চুরি হতে পারে। এটা কেমন ব্যবস্থাপনা করছেন তারা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা তাদের আত্মীয়স্বজন ছাড়া অপরিচিত কেউ কীভাবে হলে প্রবেশ করে! হল প্রশাসনকে এসব বিষয়ে নজর দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা তাদের আত্মীয়স্বজন ছাড়া কেউ প্রশাসনের অনুমতি ছাড়া হলে প্রবেশ করতে পারে না।

ইউনুস খান স্কলার গার্ডেন-১ এর অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে সহকারী হল অফিসার ফজলে রাব্বি আনুমানিক তিনটার দিকে একটি মেসেজ দেন। এতে দুইজন অজ্ঞাত ব্যক্তির ছবি দিয়ে তিনি বলেন, এই দুই অজ্ঞাত ব্যক্তি বর্তমানে হলের ভেতর অবস্থান করছে। এদের কাউকে কোনো ফ্লোরে/ওয়াশরুমে দেখা গেলে শিক্ষার্থীদের এদের হল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার জন্য অনুরোধ করা হচ্ছে।

চুরির ঘটনা সম্পর্কে জানতে হলে প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম কামাল পাশাকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এই বিষয়ে হল অফিসার মোহাম্মদ শামিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ব্যস্ততার কারণে আজ অফিসে বসা হয়নি, তাই এই বিষয়ে অবগত নন।

উল্লেখ্য, গত এক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের কিছু অ্যাকাডেমিক ভবনের ওয়াশরুম ও ইউনুস খান স্কলার গার্ডেন-২ হলের ওয়াশরুম থেকেও এমন চুরির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।