Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। ভোটগ্রহণের পর গণনা শেষে পরিচালক নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর সেদিনই সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে।

রোববার স্বাধীন নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, খসড়া ভোটার তালিকা প্রকাশ, খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং আপত্তির ওপর শুনানি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপর মনোনয়নপত্র বিতরণ, মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ, আপিল গ্রহণ ও শুনানি এবং মনোনয়নপত্র প্রত্যাহার শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১ অক্টোবর দুপুর ২টায়।

বিসিবিতে পরিচালক পদে লড়াই করার জন্য আগে কাউন্সিলর হতে হয়, তারাই ভোটার। গত কয়েকটি নির্বাচনে কাউন্সিলরদের সংখ্যা ১৭০ জনের পাশেপাশে থাকলেও এবার তা বেড়ে ১৯০ জনের মতো হবে। তাদের ভোটে ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এরপর সেই পরিচালকদের ভোটের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে।

সবশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। ঠিক চার বছর পর এবারের নির্বাচনটি হবে। ঢাকার হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। পরিচালক কারা নির্বাচিত হয়েছেন সেই ফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৬টায়। সেদিনই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবে সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন। তারপর রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে জানা যাবে নতুন বিসিবি সভাপতি ও সহ-সভাপতির নাম।

ইতোমধ্যে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তামিম ইকবালও নির্বাচন করবেন। সভাপতি পদে মূল লড়াইটা এই দুজনের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।