
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যাপারে অবমাননাকর ও বর্ণবাদী বক্তব্যের অভিযোগে মানববন্ধনের ডাক দিয়েছেন সদ্য নির্বাচিত ডাকসু নেতারা। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যে এ মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা।
ডাকসু নেতাদের পক্ষে সদস্য তাজিনুর রহমান এ মানববন্ধনের আহবান জানিয়েছেন।
এর আগে ডাকসু নির্বাচনকে সিনিয়র মাদ্রাসার ইলেকশন হিসেবে মন্তব্য করে ফজলুর রহমান বলেন, এটা কোনো ডাকসু ইলেকশন না। হাটহাজারী মাদ্রাসায় যত ছাত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে। এটা সিনিয়র মাদ্রাসার একটি ইলেকশন এবং এই সর্বনাশটা করে গেছেন শেখ হাসিনা নিজে। মাদ্রাসার ছেলেগুলো আলিম পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। যে কারণে দলে দলে মাদ্রাসার ছাত্র সামনে এসে ভর্তি হচ্ছে।