Image description

বাগেরহাট সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ষাটগম্বুজ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।

আজিজুল বারী হেলাল তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীকে কখনও প্রকাশ্যে সম্মেলন করতে দেখা যায় না, তারা রাতের আঁধারে জিনের আসরের মতো কাজ করে। একসময় তাদের জিন আসত পাকিস্তান থেকে, এখন আসে ভারত থেকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ মার্কা দিয়ে বিএনপিই এই দলকে বাঁচিয়েছে।

আজিজুল বারী হেলাল অভিযোগ করে বলেন, ভারত এখন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন না করার নতুন আইডিয়া দিয়েছে এবং জামায়াত সেই ফাঁদে পা দিয়ে চলছে।

জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম এবং সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের তত্ত্বাবধানে ও ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপিনেতা শেখ মুজিবর রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা, সৈয়দ নাসির আহম্মেদ মালেক প্রমুখ।

সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সংগঠনের পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।