Image description
 

সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে আরেকটি ফ্যাসিবাদি সরকার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি পিআর নিয়ে গণভোটের দাবি করেন।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করেই নির্বাচন দিতে চাইছে। কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকি দিচ্ছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ঘোষণায় একটি বিশেষ দলের বিশেষ আকাঙ্ক্ষা উল্লেখ করা হয়েছে। যা আমরা চাইনি। যা জনআকাঙ্ক্ষা সঙ্গে যায়নি।

গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ নির্বাচনের আগে সংবিধানিক ভিত্তি দিতে হবে।  সরকার প্রধানকে বলব, আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। বাংলাদেশের মানুষ আরেকটি হাসিনা জন্ম নিতে দেবে না। আরেকটি ফ্যাসিবাদ জন্ম নিতে দেবে না। 

পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে আবার আরেকটি ফ্যাসিবাদি সরকার হবে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘পিআর মানতে হবে। জরিপ বলছে, ৭০ শতাংশ লোক পিআরের পক্ষে। কমিশনে ৩১টি দলের ২৫টি দল পিয়ারের পক্ষে। আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয়। আপনারা বলছেন যে, দেশের লোকেরা ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝেনা। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা বলতে পারে না, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন, জনগণ পিআরের পক্ষে আছে কি বিপক্ষে আছে দেখবেন।’

তিনি আরও বলেন, ‘জনগণ যদি পিআর মানে, তো আপনাদেরকেও মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, আমরা জামায়াতে ইসলামী তা মেনে নেব। কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পিআরের মধ্য দিয়ে যদি সকল অংশীদারত্বের ভিত্তিতে পেশীশক্তি কালোটাকামুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয়, তাহলে মেজরিটি নিয়ে আরেকটি সরকার ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না।’