Image description
 

বিদ্যুৎ ও প্রকৌশল খাতে নিজেদের সক্ষমতা আরও একধাপ এগিয়ে নিয়ে গেল ইরান। ইতিহাসে প্রথমবারের মতো দেশটি রাশিয়ায় রপ্তানি করেছে আধুনিক প্রযুক্তিতে তৈরি গ্যাস টারবাইন।

সম্প্রতি ইরানে প্রকৌশল সেবা ও বিদ্যুৎ সরঞ্জাম রপ্তানিকারকদের জাতীয় সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি মন্ত্রী আলিয়াবাদি। তিনি বলেন, এই চালানে এমন একটি টারবাইন পাঠানো হয়েছে যা ইরানের বিদ্যুৎ খাতের সবচেয়ে উন্নত পণ্যগুলোর মধ্যে অন্যতম। শুধু টারবাইন নয়, এর পাশাপাশি রাশিয়ায় রপ্তানি করা হয়েছে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম। এমনকি ইরান রাশিয়ার জন্য বিমান ইঞ্জিন মেরামতের কাজও সম্পন্ন করেছে।

মন্ত্রী আলিয়াবাদি মনে করেন, কোনো দেশ তখনই সত্যিকার অর্থে গর্ব করতে পারে যখন তার রপ্তানি নিজস্ব প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে অতিরিক্ত মূল্য সংযোজন করে। তার ভাষায়, "বছরের পর বছর আমরা খনিজ বিক্রি ও অপরিশোধিত পণ্য রপ্তানির ওপর নির্ভর করেছি। কিন্তু রপ্তানি তখনই জাতীয় গৌরব বয়ে আনে যখন তা মূল্য সৃষ্টি করে এবং নতুন উদ্ভাবনের জন্ম দেয়।"

বিশ্লেষকদের মতে, রাশিয়ায় ইরানের এ ধরনের উচ্চপ্রযুক্তি সরঞ্জাম রপ্তানি কেবল বাণিজ্যিক নয়, দুই দেশের কৌশলগত সম্পর্কেও নতুন মাত্রা যোগ করবে। আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও এ পদক্ষেপ ইরানের শিল্প ও প্রকৌশল খাতে আত্মনির্ভরতার বার্তা বহন করছে।আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি প্রদর্শনের ইঙ্গিতই দিচ্ছে ইরানের এই রপ্তানি সাফল্য।


সূত্র:Tehran Times