Image description

উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, যারা একাত্তর স্বীকার করে না, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নাই। একাত্তর একটি স্বাধীন দেশ দিয়েছে, চব্বিশ দিয়েছে গণতন্ত্রের মুক্তি আর স্বৈরাচারের পতন।

একাত্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছিলাম। এখানে কেউ এককভাবে একাত্তর আর চব্বিশের চেতনা বিক্রির সুযোগ নেই।

এখন অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে বেহেশতের টিকিট বিক্রি শুরু করেছে যা প্রতিহত করতে হবে।  

ফটিকছড়ির আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, হজরত আব্দুল কাদের জিলানী (রহ.), গরীবে নেওয়াজ খাজা হজরত মইনুদ্দিন চিশতী আজমিরী (রহ.), গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ও হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ছৈয়দ গোলাম মোরশেদ মাইজভাণ্ডারী। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক গাজী বিল্লাল হোসেন। শিক্ষক শামিমুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আহমদ হোসেন তালুকদার, সৈয়দ ওমর ফারুক মাইজভাণ্ডারী, নাজিম উদ্দিন শাহীন, হাফেজ জয়নাল আবেদীন, এস এম মোরশেদ মুন্না, তৌহিদুল আলম, শাহারিয়ার চৌধুরী, জালাল উদ্দীন চৌধুরী ও এস এম আক্কাছ আলী।  

বক্তব্য দেন ডা. নাছির উদ্দীন নাসিম, সামসুদ্দিন, সৈয়দ আসহাব, নুর মোহাম্মদ মেম্বার, আবু মনছুর, এম এ মাহফুজ, আইয়ুব আলী রৌশন, আবুল কালাম, এমরান উদ্দিন মনা, বিপ্লব গণি চৌধুরী ও মো. সফি।