Image description

বিশেষ সাংবিধানিক আদেশ জারির আহবান জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, ১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হওয়াটাই একমাত্র স্থায়ী সমাধান। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

শিশির মনির লিখেছেন, ‘বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে। গণঅভ্যুত্থান বা জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে।১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে। এটাই একমাত্র স্থায়ী সমাধান।

এ সময় মোহাম্মদ মাসুদুর রহমান নামে একজন প্রশ্ন করেন, ‘সরকার না মানলে আমরা কোর্টে যেতে পারি কিনা?’ জবাবে শিশির মনির বলেন, ‘না। এটা কোর্টের কাজ না।’