Image description

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান বলেন, এই দেশ স্বাধীন হয়েছে ৫ই আগষ্ট আর মেহেরপুর জেলা বিএনপি সাংগঠনিকভাবে স্বাধীন হয়েছে ১৩ ডিসেম্বর। এই স্বাধীন হওয়ার কারণেই আপনারা আপনাদের মত প্রকাশ করতে পারছেন। কেউ যদি বলে এই কমিটি আমরা ভেঙ্গে দেব, আপনারা তাদের বলবেন ১০ বছর প্রতিক্ষা করলেও এই কমিটি ভাঙ্গতে পারবে না। তারেক রহমান যে কমিটি মেহেরপুরে দিয়েছে তাতে বিভ্রান্ত করার কোন সুযোগ নেই।

দলকে বিভ্রান্ত করে ব্যক্তিগত ফয়দা হাসিল করার কোন সুযোগ নেই। আওয়ামী লীগের দোষরা তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই কমিটিকে দুর্বল করার চেষ্টায় নিয়োজিত আছে। অনেক ষড়যন্ত্র চলছে। দলকে দুর্বল করার প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭টি বছর আওয়ামী লীগের দুঃশাষনে মানুষ জর্জরিত ছিল। আওয়ামী লীগের যেসব লোকের চাল-চুলো ছিলো না তাদের সালাম দিয়ে রাস্তায় চলাচল করতে হয়েছে। আবারও যদি সেই চাল-চুলোহীন নেতাদের যদি সালাম দিয়ে না চলতে হয় তাহলে তারেক রহমানের নির্দেশ আমাদের বাস্তবায়ন করতে হবে। আর বাস্তবায়নের প্রথম লক্ষ্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হব,বিএনপির ছাঁয়াতলে আমরা সকলে একসাথে থাকব। আমরা যদি সঙ্গবদ্ধ না থাকি, আমরা যদি ভেদাভেদ করি তাহলে আমরা আবারও আক্রান্ত হবো।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন বিএনপির আয়োজনে তারেক রহমানের নির্দেশে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের জন্য দলকে সুসংগঠিত করার লক্ষ্যে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপি নেতা নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, খাইরুল বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহাবুব সানি প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনিসহ বুড়িপোতা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।