Image description

বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা না দিতে আদিবাসী শিক্ষার্থীসহ অন্যান্য পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার (১৫ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গাসহ অন্যান্য আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের এক সমাবেশে এ কথা বলেছেন তিনি।

সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের ভূখণ্ড বিভাজনের জন্য দেশে ও বিদেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিভাজনের বিপক্ষে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি আরও বলেন, আমাদের মতপার্থক্য সমাধান করার জন্য গোলটেবিলের আলোচনা উন্মুক্ত রয়েছে। আলোচনার মাধ্যমেই আমরা সমাধানের পথ খুঁজব।

হাসনাত বলেন, ‘বাঙালি বাঙালি স্লোগান দিয়ে, বাঙালি ছাড়া অন্য জাতিসত্ত্বার লোকদের অস্বীকার করার চেষ্টা চব্বিশের গণ-অভ্যুত্থানে থামিয়ে দেয়া হয়েছে। পরিচয় যাই হোক যারা হামলায় অংশগ্রহণ করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’

এর আগে, দুপুরে রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আহত হয়েছেন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়।