
জামায়াত শিবিরের সততা প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা দেশই চায়নি তাদের আবার সততা কী? সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে হাজির হয়ে এমন মন্তব্য করেন দুদু।
টকশোতে দুদু প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘বাংলাদেশ যারা চায়নি পাকিস্তান যারা চেয়েছে তাদের আবার সততা কী? তাদের সততা কি বলেন? আমি তো রাজনীতির কথা বলছি। আপনারা বলেন তাদের সততা কী? পকেট থেকে পয়সা বের করে এমন গুনে গুনে ডাইনিং টেবিলে খাওয়াটা সততা মনে হচ্ছে?’
ঢালাওভাবে ছাত্রদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, এমন প্রশ্ন উঠতেই দুদু বলেন, ‘ছাত্রদলের কারো নাম বলেন যার নামে দুর্নীতির অভিযোগ আছে। তার নাম বলেন বা বাবার নাম বলেন।
শত প্রতিকূলতা সত্ত্বেও ছাত্রদল অংশগ্রহণ নির্বাচনে করেছে উল্লেখ করে দুদু বলেন, ‘আমরা কোনো প্রতিষ্ঠান ছাড়তে চায় নাই। ছাত্রদল কোনো প্রতিষ্ঠান ছাড়তে চায় নাই। মনে করেছে যে মন্দের ভালো, উপস্থিত থাকাটা ভালো।