
‘চিলে কান না, মনে হচ্ছে পুরো মাথা নিয়ে গেছে’ মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক তাজনূভা জাবীন বলেছেন, ‘এনসিপির ভবিষ্যৎ যে বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষকরা ছাত্র সংসদ নির্বাচনের মধ্যেই খুঁজে পাবেন, জানতাম না। গত এক সপ্তাহে বি সি ডি এক্স ওয়াই জেড টিম পর্যন্ত বানানো হল। কেউ জাসদ, তৃণমূল বিএনপি করল। কেউ অপ্রাসঙ্গিক করল, কেউ একদম নাই ই করে দিল। তাও ফেসবুকে। আপনারা থামেন একটু। দম নেন।’ এ সময় এনসিপি ভবিষ্যতে রাজনীতির আলাদা ভরকেন্দ্র হবেই বলে মন্তব্য করেছেন তিনি।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তাজনূভা জাবীন। তিনি বলেছেন, ‘আপনারা হাসাহাসি করেন আমাকে নিয়ে আর যাই করেন, এনসিপির কোর তারুণ্যে ভরা, প্রতিশ্রুতিবদ্ধ, উদ্দীপ্ত। এনসিপি তাদের নিজস্ব রাজনীতি দাঁড় করাবেই। আমরা আরো ১০ বার হারব, জাতীয় নির্বাচনেও গো-হারা হারব, তারপরও আমরা হাল ছাড়ব না। আমাদের দৌড় কোন নির্বাচন পর্যন্ত না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের চর্চার অন্যতম কেন্দ্র হতে চায় এনসিপি, নির্বাচন একটা অংশ এর শুধু। এনসিপি ভবিষ্যতে রাজনীতির আলাদা ভরকেন্দ্র হবেই। আলাদা অনেক বড় দল হবে। আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করি। সেটার দায় আমরা কারও ওপর দেই না। যে রকম রাজনীতি আমরা করতে চাই বা চেয়েছিলাম, সেটা আমরা এখনও করতে পারিনি।’
নিজেদেরকে পরিষ্কার করে তুলে ধরতে পারেননি দেখে সবাই তাদের অন্যের লেন্সে দেখে মন্তব্য করে তাজনূভা জাবীন বলেন, ‘আমাদের প্রবল বিশ্বাস আছে নিজেদের ওপর। নিজেদের স্থান, বাংলাদেশ নিয়ে আমাদের চিন্তা এত পরিষ্কার হবে যে, এসব এলায়েন্স-ফেলায়েন্সের পরও আপনারা আলাদা করে এনসিপিকে চিহ্নিত করতে পারবেন। হ্যাঁ, আমাদের প্রত্যাশা আর বাস্তবতার পার্থক্য কমানো অনেক চ্যালেন্জিং, অনেক বাধাঁ। এই ডান-বামের জুজুর মনস্তাত্ত্বিক ভয় মগজ থেকে বের করা অনেক কঠিন, কিন্তু অসম্ভব না।’
তিনি বলেন, ‘আলাদা ভরকেন্দ্র পর্যন্ত যেতে যে রাস্তা, সেটা পার হতে যে যোগ্যতা, দক্ষতা দরকার, সেটা এনসিপির আছে। ধৈর্য হয়তো সবার নেই, কিন্ত বিশ্বাস করেন অনেকের, অনেকের আছে। আমি যদি দলের বাইরে থাকতাম, আমিও আপনাদের মতো এনসিপিকে গালাগাল আর তুচ্ছতাচ্ছিল্য করতাম। কিন্তু এখন আমি জানি এনসিপি কাদের হাতে।’
আমরা বার বার ভাঙব, কিন্ত বের হয়ে আসব মন্তব্য করে তাজনূভা জাবীন বলেন, ‘আমরা মরার আগে মরব না। This is not a motivational post, this is our promise. I have attached a write up link on comment section, written by NCP’s another joint Convener Sultan Zakaria bhai, readers can go through to understand things.’