Image description

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি সেনা আহত হয়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি মানসিক স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) এবং অন্যান্য মানসিক ব্যাধিতে ভুগছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের তথ্য অনুযায়ী, আহত সেনাদের ৫৬ শতাংশ মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় আক্রান্ত। প্রায় ৪৫ শতাংশ শারীরিকভাবে আহত হয়েছেন এবং ২০ শতাংশ ভুগছেন মানসিক ও শারীরিক জটিলতায়।

এ ছাড়া ৯৯ জন সেনার অঙ্গ কেটে ফেলতে হওয়ায় তাদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। ১৬ জন পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৫৬ জনের অক্ষমতার মাত্রা ১০০ শতাংশের বেশি ধরা হয়েছে এবং ২৪ জন তালিভুক্ত হয়েছে সম্পূর্ণভাবে অক্ষম হিসেবে।

আহত সেনাদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ রিজার্ভিস্ট। বর্তমানে প্রতি মাসে গড়ে এক হাজার নতুন আহত সেনার চিকিৎসা চলছে। পাশাপাশি, আগে হামলায় আহত সেনাদেরও চিকিৎসা দিতে হচ্ছে।

বর্তমানে পুনর্বাসন বিভাগে মোট ৮১ হাজারের বেশি সেনা চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে প্রায় ৩১ হাজার বা ৪০ শতাংশ সেনাভুগছেন মানসিক আঘাতে।

 

সূত্র: টিআরটি গ্লোবাল