Image description

জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, “একটা খবর হচ্ছে, ‘সংস্কার হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদে, বদলে যেতে পারে নামও’। গণতান্ত্রিক ছাত্র সংসদ মানে এনসিপির ছাত্র সংগঠন। মহা ধুমধামে তারা এটা গঠন করছিল। কত মান অভিমান এবং বহু উত্তেজনার পর বছর খানিক আগে বা সাত আট মাস হবে এটা গঠন হয়েছে।

এখন সেই উত্তেজনা ঠুস, নাই।”

তিনি বলেন, ‘আসলে শুরুতেই ভুল ছিল। নেপালের ঘটনা থেকে শিক্ষা নেন। নেপালে এতো বড় একটি ছাত্র বিক্ষোভ হলো।

ওদেরকে বলা হলো, তোমরা সরকারে আসো। ওরা বলছে, না এটা আমাদের কাজ না। সরকার আপনারা চালান। যার কারণে আমাদের এই আন্দোলন সেই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন, মানে ধারণ করবেন।
’ দেশটির নতুন সরকারপ্রধান সুশীলা কার্কি বলছেন, ‘যারা বিক্ষোভ করছে, সহিংসতা করছে, লুটপাট করছে, চাঁদাবাজি করছে, ভাঙচুর করছে তাদেরকেও ছাড়বে না।’

তিনি বলেন, ‘এইটাই হচ্ছে সরকার। আর আমাদের? কতদিন পর ৩২ নম্বর আবার এক দফা ভাঙলো। ইউনূস সাহেব, কী করলেন? আরো কত জায়গায় মব চলছে এখন। দেখেন নেপাল শুরুতেই মব শেষ করে দিয়েছে।

সুশীলা কার্কি শেষ করে দিয়েছেন। যাক ওইটা আরেকটা পয়েন্ট।’ 

তিনি আরো বলেন, ‘এখানে পয়েন্টটা হলো, আপনারা আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তবে রাজনৈতিক দল করা আর স্রোতের সামনে থাকাটা আরেক বিষয়। ভুল সিদ্ধান্ত হয়েছে এটা, আরো পদে পদে বুঝতে পারবেন।’