Image description

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ডাকসু নিয়ে বলেন শিবির প্যানেল ৫ মাসে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, পরের ৭ মাস অতিরিক্ত কাজ করবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রকম বিজয় অর্জনের পরে সম্পূর্ণ প্যানেলকে ডেকে বলেছি এক বছর সময় শিক্ষার্থীদের যা কথা দিয়েছো তার থেকে কত বেশি করা যায় তার প্রতিযোগিতা করো। যা কথা দিয়েছো তা ৫ মাসে শেষ করে বাকি ৭ মাস অতিরিক্ত কাজ করো। এরপর তোমাদের সঙ্গে আমাদের কথা হবে।

নবীন শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকদের মাধ্যমে চিরকুটে বিভিন্ন প্রশ্ন নেওয়া হয়। সেসব প্রশ্নের জবাব দিতে গিয়ে সাদ্দাম বলেন, আমরা কাউকে ডেকে ডেকে আমাদের সংগঠন করতে বলি না। আমরা ইমপ্রুভমেন্টের কাজটা করি। যার পছন্দ হবে, সে আমাদের সঙ্গে যুক্ত হবে। আমাদের একটিভিজম দেখে যদি কারো ভালো লাগে, সে আসতে পারে। এখানে এলে নিজেকে গড়া যায়, একাডেমিক এক্সিলেন্সি তৈরি করা যায়, আবার নেটওয়ার্কিং ডেভেলপ করার সুযোগও পাওয়া যায়।

ছাত্রশিবিরের বিকল্প প্রসঙ্গে তিনি বলেন, কারো কাছে যদি শিবিরের থেকে ভালো অপশন থাকে, তবে আপনি সেখানে যেতে পারেন। আমরা কাউকে ইনফোর্স করে আমাদের সংগঠনে আনতে চাই না। আমরা আপনাকে শুধু জীবন গঠনের জন্য ডাকব।

তিনি আরও বলেন, শিক্ষার্থী জীবনের সঠিক ব্যবহার শিখতে হলে ইসলামী জীবনবোধকে আঁকড়ে ধরতে হবে। ছাত্রশিবির সেই সৌন্দর্যের দিকে আহ্বান জানায়। ছাত্রশিবির কেবল রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি আদর্শভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে একজন শিক্ষার্থী তার চরিত্র, জ্ঞান ও দক্ষতা দিয়ে নিজেকে গড়ে তুলতে পারে।