
পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনার বেড়া উপজেলা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় সংগ্রাম কমিটি আজ রোববার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বেড়া পৌরসভার ফকির রাইস মিল প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ও বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বেড়া পৌরসভা, উপজেলার চার ইউনিয়নের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে ‘৬৮ পাবনা-১ সর্বদলীয় সংগ্রাম কমিটি’ গঠন করেন। তারা নির্বাচন কমিশনের সাম্প্রতিক সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।
কমিটির নেতারা জানান, স্বাধীনতার পর থেকে পাবনা-১ আসনটি গঠিত ছিল পুরো সাঁথিয়া উপজেলা, বেড়া পৌরসভা ও বেড়ার চারটি ইউনিয়ন নিয়ে। অন্যদিকে, পাবনা-২ আসনে ছিল বেড়ার বাকি পাঁচটি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা। কিন্তু নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাবনা-১ আসন হবে শুধু সাঁথিয়া উপজেলা, আর বেড়া ও সুজানগর উপজেলা মিলিয়ে গঠিত হবে পাবনা-২ আসন।
এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বেড়াবাসী। তারা অভিযোগ করছেন, এতে তাদের রাজনৈতিক ও প্রশাসনিক স্বার্থ ক্ষুণ্ন হবে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন বেড়াবাসী। গত ৭ সেপ্টেম্বর তারা ঢাকা-পাবনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভও করেন।