
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় বিভিন্ন দেশের কূটনীতিকরা নৈশভোজে অংশ নিয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে মঈন খানের নিজ বাসভবনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
নৈশভোজে উপস্থিত ছিলেন- ফ্রান্সের রাষ্ট্রদূত, সুইডেন রাষ্ট্রদূত, সুইজারল্যান্ড রাষ্ট্রদূত, ইতালির রাষ্ট্রদূত, স্পেনের রাষ্ট্রদূত, জাপানের হাইকমিশনার, অস্ট্রেলিয়ান হাইকমিশনার, ভুটান হাইকমিশনার। এ ছাড়াও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউএনডিপি এবং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ল্ড ব্যাংকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।