Image description

দেশব্যাপী জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।  

বুধবার দুপুরে জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের গোহাটা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালি থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। এ সময় নেতাকর্মীদের ‘জাতীয় পার্টি অফিসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মরবো না লড়বো, লড়বো লড়বো’, ‘আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা’ স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টিকে হুমকি-ভয় দেখিয়ে লাভ নেই। আমরা এরশাদের সৈনিক, এসব হুমকি-ধমকি দেখিয়ে পার পাওয়া যাবে না। জাতীয় পার্টির কোনো নেতা গুম খুন দখলবাজের সঙ্গে সম্পৃক্ততা নেই। 

তার পরেও মব সৃষ্টি করে সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে হামলা চালানো হচ্ছে। মব সৃষ্টি করে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করা যাবে না। আগামী নির্বাচনের আগে দলকে নিষিদ্ধ করার পাঁয়তারা করা হচ্ছে, এটা কোনোভাবেই সম্ভব হবে না। 

কারণ এরশাদের হাজার হাজার সৈনিক এ দেশের অলিতে গলিতে রয়েছেন। মব সৃষ্টি করে যারা বারবার জাতীয় পার্টির কার্যালয়গুলোতে হামলা চালাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।  

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক এমএ হালিম, পৌর কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চঞ্চল, পৌর কমিটির আহবায়ক অ্যাডভোকেট আবু মুসা প্রমুখ।