
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে’র চার নারী প্রার্থীই বিভিন্ন পদে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তিনি ১০,৬৩১ ভোট পেয়েছেন। ইনকিলাব মঞ্চ থেকে এই প্যানেলে যুক্ত হন ফাতিমা তাসনীম জুমা। তিনি সুফিয়া কামাল হলের ২০২১-২২ সেশনের আবাসিক শিক্ষার্থী।
ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না লড়েছেন সদস্য পদে। তিনি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তামান্না ১০,০৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের উম্মে সালমা। উম্মে সালমা ৯ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সুফিয়া কামাল হলের অনাবসিক শিক্ষার্থী।
আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আফাসানা আক্তার এই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদস্য পদে। তিনি কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থী। তিনি ৫৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।