Image description
 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস শিক্ষার্থীদের আহ্বান জানান, এমন পরিস্থিতি চিহ্নিত করতে যেখানে প্রতিবাদ অনিবার্য কর্তব্য হয়ে ওঠে।

বুধবার বিকেলে ব্যক্তিগত ফেইসবুক পোস্টে সাহস লিখেন, প্রকৃত শিক্ষার্থীরা অবশ্যই অনুধাবন করতে পারেন সেই পরিস্থিতি, যেখানে সামনে-পেছনে না তাকিয়ে প্রতিবাদে সরব হতে হয়।

ডাকসু নির্বাচনে বিরোধী পক্ষের ছাত্রনেতারা যখন ধারাবাহিক ব্যর্থতার মুখোমুখি, তখনই এসেছে তার এই মন্তব্য।

ঢাবি ছাত্রদল সভাপতি ব্যাখ্যা করেন যে -তিনি সবসময় সতর্কতা, সততা ও ভদ্রতা বজায় রেখে মতামত প্রকাশের চেষ্টা করেন এবং অন্যের মত শোনাকে অগ্রাধিকার দেন।

তবে তিনি এই যুক্তিও দেন যে কিছু মুহূর্ত আসে যেখানে যেকোনো পরিণতির তোয়াক্কা না করেই প্রতিবাদ করা জরুরি হয়ে পড়ে।

সাহস বলেন, “দুর্জন যে বিদ্বান হলেও সর্বদা পরিত্যাজ্য,” এবং ইতিহাস বারবার তাদের ন্যাক্কারজনক কর্মকাণ্ড দ্বারা সেটিই প্রমাণ করেছে। তিনি সতর্ক করে বলেন, “এক্ষেত্রে বর্তমান সময়ও কোনো ব্যতিক্রম নয়।”

প্রতিবাদের ভাষা নিয়ে ভিন্নমতকে স্বাভাবিক উল্লেখ করে সাহস লেখেন, “আপনাদের আলোচনা ও সমালোচনা আমি ইতিবাচকভাবে গ্রহণ করছি এবং সে অনুযায়ী নিজের ভবিষ্যৎ পথচলা গড়ে তোলার চেষ্টা করবো।”

অবশেষে সমঝোতামূলক সুরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর কামনা করেন।