
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারালে আর সাধারণ ডায়েরি (জিডি) করার ঝামেলায় পড়তে হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে এই বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ইসি জানায়, এনআইডি হারানো বা নষ্ট হওয়ার ক্ষেত্রে নতুন পরিচয়পত্র নিতে আর জিডি করতে হবে না।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নাগরিক সেবা সহজীকরণ ও ভোগান্তি কমানোর স্বার্থে এনআইডি পুনঃপ্রদানের ক্ষেত্রে জিডি জমা দেওয়ার বিধান বিলুপ্ত করা হলো।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করেছে ইসি। নতুন সীমানা অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ৬টি করা হয়েছে এবং বাগেরহাটে একটি কমে দাঁড়িয়েছে ৩টিতে।
গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে। শিগগিরই এটি গেজেটে প্রকাশ করা হবে।’
এর আগে বিশেষায়িত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে গত ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করে ইসি। তখন ২৬১ আসনের সীমানা বহাল রাখা হয় এবং ৩৯ আসনে আংশিক পরিবর্তন আনা হয়। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব ছিল।
খসড়া প্রকাশের পর সীমানা নিয়ে দাবি ও আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪ আসন নিয়ে ছিল ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ বা পরামর্শ।