
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি (সহসভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খানকে জড়িয়ে ধরে বলেছেন, ‘সব খবর ভালো।’
আজ মঙ্গলবার সকাল দশটার দিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রের সামনে আবিদকে জড়িয়ে ধরে এ কথা বলেন আবদুস সালাম। এই বিষয়ে অধ্যাপক আবদুস সালামের সঙ্গে কথা বলেন গণমাধ্যম কর্মীরা। তাঁর কাছে সাংবাদিকেরা জানতে চান, ‘কিছুক্ষণ আগে আপনি ছাত্রদলের ভিপি প্রার্থীকে বলছিলেন সব খবর ভালো। আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন?’
জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘সব খবর ভালো মানে—সব জায়গায় সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমরা সব জায়গায় ঘুরেছি সকাল থেকে। সব জায়গায় সুষ্ঠু সুন্দরভাবে লাইনের মাধ্যমে ভোট দিতে দেখেছি।’
শিক্ষকদের মধ্যেও সাদা দলসহ বিভিন্নপন্থী শিক্ষক রয়েছেন, শিক্ষকদের মধ্যে কোনো সংগঠনকে ফেভার করার মনোভাব বা সুযোগ আছে কিনা কিনা?—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘প্রশ্নই আসে না। সুযোগটা কীভাবে আসবে? এমন কোনো সুযোগ নাই। সব দল, সব শিক্ষক মিলেই সুন্দর ভাবে একটা ডাকসু নির্বাচন হোক এটা আমরা চাই।’
‘সব খবর ভালো’—ছাত্রদলের ভিপি প্রার্থীকে বলা এমন মন্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছেন আবদুস সালামের সহকর্মী ফারসি বিভাগের অধ্যাপক আবুল কালাম সরকার। তিনি সাংবাদিকদের বলেন, ‘সব জায়গায় কোনো ঝামেলা হচ্ছে না।
কোথায় কোনো বিশৃঙ্খলা হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘সব জায়গায় সুন্দরভাবে লাইনের মাধ্যমে ভোট দিচ্ছে সবাই। কোথায় কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। ওই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা। উনি বোঝাতে চেয়েছেন সব কেন্দ্রের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। এখন যদি এই কথা দ্বারা আপনি অন্য কিছু বোঝেন...।’
প্রসঙ্গত, অধ্যাপক আবদুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার দুজনই বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম আহ্বায়ক।