Image description
 

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট কাস্ট শেষ হওয়ার চার ঘন্টার মধ্যে নির্বাচনে ফল প্রকাশ করা সম্ভব হবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

 

Amardsh_VoteAmardsh_Vote

 

 

শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে দুপুরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হবে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাত ১২টার পূর্বেই ফলাফল প্রকাশ করা হবে।

 

 

Amardsh_Vote.Amardsh_Vote.

 

নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসুতে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, ৮৩.৪৩ শতাংশ । কাস্টিং ভোট ১৬৫৮টি।

এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি, ৮২.৯৩ শতাংশ, জগন্নাথ হলে ভোটার ২২২২ জন এবং কাস্টিং হয়েছে ১৮৩১টি, ৮২.৪৫ শতাংশ, রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন এবং কাস্টিং ভোট ৩৯০৭টি, ৬৯ শতাংশ।