
কেউ কেউ রাজনৈতিক ভোল পাল্টাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার জাতীয় প্রেসক্লাবে বিকশিত ফাউন্ডেশন, বাংলাদেশ নামক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জয়নুল আবদিন ফারুক বলেন, কেউ কেউ রাজনৈতিক ভোল পাল্টাচ্ছেন। কেউ কেউ ২০ দলীয় জোট করছেন নির্বাচনের বিরুদ্ধে যাওয়ার জন্য। আমি বলব, করে দেখেন না একবার, প্রমাণ করে দেখেন না মানুষ ভোট চায় কি চায় না।
তিনি বলেন, আমার এক ব্যক্তিগত লোক আমাকে বলল, স্যার কালকে মোহাম্মদপুরে একটা বিরাট মসজিদের ইমাম সাহেব নাম বলব না, উনি দাঁড়িয়ে উঠে বললেন, আমি ঢাকা মোহাম্মদপুর আহমদীয়া জামায়াত৷ আসলে উনি জামায়াতে ইসলামীর সমর্থক। ওই সময়ে একজন সাহসী ছেলে দাঁড়িয়ে বলল, হুজুর শুনলাম পিআর ছাড়া নির্বাচন করবেন না, আবার মসজিদে দাঁড়িয়ে ভোট চান। আর ভোল পাল্টায়ে দেখান জনগণ যদি চায় পিআর এ থাকব। হুজুর নিজেই বসে গেলেন। তাই বাংলাদেশে একদিকে নির্বাচনী প্রচার করবেন মসজিদে মসজিদে, আরেকদিকে নির্বাচনের বিরুদ্ধে শঙ্কা তৈরি করবেন এটা ঠিক নয়। কারণ আপনারা তো এখনো শঙ্কা মুক্ত হতে পারেন নাই।
ফারুক বলেন, নির্বাচনের শঙ্কা নিয়ে যে কথা হচ্ছে, এই শঙ্কা দূর করার দায়িত্ব এই সরকারের। যে সকল প্রেতাত্মা সচিবালয়ে, কলকাতায় এবং দেশে বসে গুপ্তচরবৃত্তি করে আজকে প্রশাসনের মধ্যে এই প্রেতাত্মা ঢুকিয়ে দিচ্ছে। আগামী নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া তারা শুরু করছে। এদের বিরুদ্ধে, এদের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তাহলে মানুষ আর শঙ্কা করবে না।
তিনি বলেন, জুলাই বিপ্লবে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, সেই ইতিহাসকে কলঙ্কিত করার জন্য হিন্দুস্থানের কলকাতা নগরীতে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। শঙ্কা, নির্বাচন হবে কিনা? এই শঙ্কা তৈরি করছেন কারা? সরকার আপনি বসে আছেন কেন? আপনার (সরকার) আশেপাশেই তো এই শঙ্কার লোকগুলো আছে। আপনি জানেন না কারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে? তাই মির্জা ফখরুলের মত একজন বয়োঃজ্যেষ্ঠ নেতা এখনো শঙ্কার কথা মুখ দিয়ে বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় এইচ এম সাইফ আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।