Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘আমি কোনওদিন কাউকে পেছন থেকে আঘাতের চেষ্টা করিনি। কিন্তু রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আমাদের আইডি ডিজেবল করা হচ্ছে। ৫ আগস্টের পর সুস্থ রাজনীতি করতে গিয়ে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে গিয়েছি। অন্যায়ের সঙ্গে আপস করিনি। আজকের এ দিনে এটা কাম্য ছিল না।’

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আবিদ। তিনি বলেন, ‘নির্বাচনের আগের দিন সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম। তার প্রমাণ সকালে দেখেছি, আমার আইডি ডিজেবল হয়ে গেছে। তথ্য-প্রমাণ দিয়ে আইডি ফিরিয়ে এনেছিলাম। ফেসবুকে সচেতন থাকার পোস্ট করেছিলাম। ৫৬-৫৭ মিনিট পর ফের ডিজেবল করা হয়। জানি না, নির্বাচনের আগে আর ফিরে পাব কিনা।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বলতে চাই, যারা এ প্রোপাগান্ডা বেছে নিয়েছে, আপনারা ব্যালটের মধ্য দিয়ে এর জবাব দেবেন। সত্যের জয় সুনিশ্চিত। ঝড়-বৃষ্টি থাকলেও ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। আপনার ভোটাধিকার প্রয়োগ করে আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করুন। যারা মানবাধিকার ও মত প্রকাশে বিশ্বাস করে না, তাদের ব্যালটের মাধ্যমে জবাব দেবেন।’

জানা গেছে, আজ সকাল থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল থাকার অভিযোগ করেন ডাকসু নির্বাচনের ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। পরে একাধিক আইডি পুনরুদ্ধারের কথা জানিয়েছিলেন তারা।