
স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পূর্ব পর্যন্ত আমরা থামব না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে একজন প্রথম বর্ষের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় যে তারা একাডেমিক সুন্দর পরিবেশ পাবে, ক্লাসে শিক্ষকরা হবে সিনিয়র স্কোলার, আমরা হবো জুনিয়র স্কোলার, আমাদের লাইব্রেরী ফ্যাসিলিটিজ থাকবে, আমাদের আবাসন সংকট থাকবে না, খাদ্যের অনিরাপত্তা থাকবে না, অনাবাসিক শিক্ষার্থীরা পরিবহন নিয়ে ভাবতে হবে না, উন্নত পরিবর্তন থাকবে , আমাদের বোনদের জন্য একটা নিরাপদ থাকবে। এমন একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থাকবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো।
তিনি বলেন, আমাদের রাজনীতি ও একাডেমি এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে। যখন আমরা এই দুইটার ব্যালেন্স করতে পারবো তখনই আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়ে উঠবে।সেখানে নারী বোনদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবো ।
প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমরা প্রত্যেকে হলে হলে গিয়েছি। তাদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছি। সেইসাথে অনেক রকম পরামর্শ দিয়েছি। আজকে রোকেয়া হলে মিটিং ছিল। অনেক রেসপন্স পেয়েছি। আমরা ফ্যাকাল্টিগুলোতেও গিয়েছি। সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কনসার্ন শুনতে। তাই বিভিন্ন মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেছি।
তিনি বলেন, আগামী বাংলাদেশ কোন দিকে আগাবে এই ডাকসু পথ দেখাবে । আপনাদের সাথে নিয়ে সকল বৈচিত্র্যকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।যারা বিপরীত মত ধারণ করেছে তাদেরও ওয়েলকাম করছি।