
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবির মনোনীত এই প্যানেলে ভিপি পদে লড়বেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং জিএস পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা ও এজিএস পদে সোচ্চার রাবি শাখার সভাপতি সালমান সাব্বির।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্যানেল ঘোষণা করেন রাবি শাখার সাবেক সভাপতি ও সমাজসেবা সম্পাদক আবদুল মোহাইমিন।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে লড়বেন হামিদুল্লাহ নাঈম, সহক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক সাঈেদা হাফসা, সহমহিলাবিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ।
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাসান হাওলাদার, সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম সায়েম, বির্তক ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান লস্কর, সহবির্তক ও সাহিত্যবিষয়ক সম্পাদক নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজ সেবা সম্পাদক মাসুমা ইসলাম মোমো, কার্যনির্বাহী সদস্য পদে দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।