
পল্লী বিদ্যুতের কর্মীদের কর্মবিরতি এবং ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে সরকারের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, সব পক্ষ যদি দায়িত্বশীল আচরণ না করে, তবে একটা ভিন্নরকম পরিস্থিতির মধ্যে পড়বে দেশ। আর যদি ব্ল্যাকআউট হয় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় কিংবা সরকার যদি তাদের চাকরির ওপর থাবা বসায় এবং এনবিআরের মতো পরিস্থিতি তৈরি করে, তবে সেটা খুবই দুঃখজনক হবে। সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে তিনি এ কথা বলেন।
মোস্তফা ফিরোজ বলেন, ‘বিদ্যুৎ সেক্টর স্পর্শকাতর একটা বিষয়।
প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মবিরতি ও গণছুটির অংশ হিসেবে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে অন্তত ৬৯টি সমিতির বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে গেছেন।