Image description

পল্লী বিদ্যুতের কর্মীদের কর্মবিরতি এবং ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে সরকারের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, সব পক্ষ যদি দায়িত্বশীল আচরণ না করে, তবে একটা ভিন্নরকম পরিস্থিতির মধ্যে পড়বে দেশ। আর যদি ব্ল্যাকআউট হয় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় কিংবা সরকার যদি তাদের চাকরির ওপর থাবা বসায় এবং এনবিআরের মতো পরিস্থিতি তৈরি করে, তবে সেটা খুবই দুঃখজনক হবে। সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে তিনি এ কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, ‘বিদ্যুৎ সেক্টর স্পর্শকাতর একটা বিষয়।

বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে অর্থাৎ পাঁচ মিনিট বিদ্যুৎ বন্ধ থাকলে সারা দেশে সাড়া পড়ে যাবে বা সেটার প্রতিক্রিয়া তৈরি হবে। সুতরাং এরকম স্পর্শকাতর সেক্টরে এই ধরনের গণছুটিতে গিয়ে সরকারকে চাপ দেওয়াটা কতখানি যৌক্তিক, এটাও যেমন সত্য। আবার তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার মতো পরিবেশ তৈরি না করে বা মেনে না নিয়ে তাদেরকে হুমকি দিয়ে কাজে বাধ্য করাটা কতটা যৌক্তিক সেটাও ভেবে দেখা দরকার।’ 

প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মবিরতি ও গণছুটির অংশ হিসেবে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে অন্তত ৬৯টি সমিতির বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে গেছেন।

এদিকে গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।