Image description

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এক শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়।

আজ শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত দাবি করে অভিযুক্তদের বিচার দাবি করেন।

যত দ্রুত সম্ভব নুরকে জার্মানিতে পাঠানো হোক, এ চিকিৎসা জার্মানিতে ভালো জানিয়ে তিনি বলেন, আমি চাই নুর ভালো হোক, আল্লাহ তাকে সুস্থ করুক। দেশের কাজে তাকে লাগবে। দেশবাসীর জন্য অনেক কাজ করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, কিছুদিন আগে শুনেছিলাম, টার্গেট করে কিছু লোককে হামলা করা হবে। এটা বেশ কয়েক মাস আগে শুনেছিলাম, এটা শোনা কথা। এখন যেটা দেখছি, কয়েকটা হামলা হয়ে গেল। এই হামলাগুলোর তীব্র নিন্দা করছি।

বিএনপি’র এই নেতা বলেন, সরকারের দেখা দরকার কোথা থেকে এ হামলাগুলো করা হচ্ছে। যদি না হয় জনগণ বুঝবে, সরকার তাদের কমান্ড ধরে রাখতে পারছে না।

তিনি বলেন, ভাঙচুর, মাজার ভাঙ্গা- এগুলো আসলে নিশ্চিত হয়ে গেছে, নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। এক শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়।