
ছাত্রদল নেতা কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীদের ‘যৌনকর্মী’ বলে কটূক্তি এবং নারী হেনস্তা এবং ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখার। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় এ কর্মসূচি পালন করা হবে।
ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্রদল নেতা কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ‘যৌনকর্মী’ বলে কটূক্তি, সারাদেশে নারী হেনস্তা এবং ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে মানববন্ধন করা হবে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করবে সংগঠনটি। বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরায় বিএনএস এলাকায় মানববন্ধন করবেন সংগঠনটির নেতাকর্মীরা।