Image description

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ভালো না। তার নাক দিয়ে এখনো রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  

 

চিকিৎসকের বরাতে রাশেদ খান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় নুরুল হক নুরুকে দেশের বাইরের নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে।’
এক সপ্তাহের মধ্যে দেশের বাইরে নেয়া হবে বলেও জানান তিনি।

আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য নুরের ওপর হামলায় জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান রাশেদ খান।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে রক্তাক্ত হন নুরুল হক নুর। এ সময় দলটির অন্তত আরও ৫০ জন নেতা-কর্মী আহত হন। বর্তমানে ঢামেক হাসপাতালে নুরুল হক নুর চিকিৎসাধীন রয়েছেন।