Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের দু’জনের ফেসবুক আইডি উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার ফেসবুকে পোস্ট দিয়ে এ অভিযোগ করেছেন।

মাহিন সরকার লিখেছেন, ‘আমার প্যানেলের দুই জনের ফেসবুক অ্যাকাউন্ট নাই করে দেওয়া হয়েছে। আমার আইডির রিচ ভয়াবহভাবে ডাউন করা হয়েছে। আমি অনুমান করতে পারি কে বা কারা করতে পারে।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবশ্যই মনে রাখতে হবে, কারা হলে থেকে প্রতিদিনই পাতলা ডাল আর মোটা চালের ভাত খায়, আর কারা ডাকসু উপলক্ষে মিডিয়া নিয়ে খেতে বসে। মনে হয় না রিচ ডাউন করে লাভ আছে। সত্যের বিজয় অনিবার্য।’

পোস্টে মিমি বিনতে ওয়ালিদ কমেন্ট করেছেন, ‘ষড়যন্ত্রকারীরা খুব শিগগিরই নিজেদের অবস্থান টের পাবে। ফলাফলের আগে বিজয়ের উল্লাস না হয় করেই নিল!’ জারিফ আহমেদ রাব্বি মন্তব্য করেন, ‘ওই শক্তিটার কি ক্ষমতা, সব নিয়ন্ত্রণ করে ফেলে।’