Image description

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর যৌথ বাহিনীর হামলার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের গ্রেফতারসহ ৫টি বিষয়ে একমত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ২২টি রাজনৈতিক দল।সোমবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর যৌথ আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

 

 

রাশেদ খান সংবাদ সম্মেলনে বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে ফ্যাসিবাদী শক্তি তারই সুযোগ নিয়েছে। নুরুল হক নুরের উপর হামলা ছিল তাদের প্রথম কেস। তারা দেখতে চেয়েছিল যে জুলাই যোদ্ধাদের উপর হামলা করলে কি প্রতিক্রিয়া আসে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করছি যে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা আছে কিন্তু ফ্যাসিবাদের বিষয়ে আমরা সবাই এক। আমরা সকল রাজনৈতিক একমত হয়েছি ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোষর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার নিশ্চিত কটা হবে।

 

তিনি আরও বলেন আমরা ২২ টি রাজনৈতিক দল ৫ টি বিষয়ে একমত হয়েছি সেগুলো হচ্ছে : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেফতার করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিবাদী শক্তি আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার নিশ্চিত করা হবে। এবং নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ।

 

সংবাদ সম্মেলনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলন( চরমোনাই), লেবার পার্টিসহ ফ্যাসিবাদ বিরোধী ২২ টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।