Image description
 

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল চারটায় শহরের সার্কিট হাউজ চত্বর থেকে এ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন।

মিছিলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসরিফা বিন নুসরাত। পটুয়াখালী রশিদ কিশলয় বিদ্যালয় নিকেতনের শিক্ষার্থী তাসরিফা সাজেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো। একটি ভ্যানগাড়িতে ধানের শীষ প্রতীক নিয়ে বসে থাকেন। এতে দলীয় তৃণমূল নেতাকর্মীরা বেশ আনন্দিত হন এবং অনেকে তার সাথে ছবি তুলতে ভিড় করেন।

 

তাসরিফার বাড়ি টাউন কালিকাপুর এলাকায়। তার বাবা নূরুল আমিন লিটন গাজী পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

 

মিছিলে উপস্থিত কমলাপুর ইউনিয়নের সিরাজ মৃধা নামে এক বিএনপি কর্মী বলেন, “খালেদা জিয়াকে কখনো সরাসরি দেখা হয়নি। আজকের এই মিছিলে এসে খালেদা জিয়ার সাজে এই ছোট্ট মেয়েটিকে দেখে খুব ভালো লেগেছে। খালেদা জিয়ার জন্য অনেক দোয়া করি।”