
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হামলায় আওয়ামী লীগের সম্পৃক্ততা বা ষড়যন্ত্র থাকলে কঠোরভাবে দমন করা হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে ‘ঢাকাস্থ সাবেক চবিয়ান’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহায়তা চাইলেও প্রশাসনের নির্লিপ্ততা দেখেছি। সেদিন সেখানে যা ঘটেছে তা অতীতের সব ঘটনাকে ম্লান করে দিয়েছে।”
‘এই নৃশংস রাজনীতি কেন এখনো দেখতে হবে”-এ প্রশ্ন করে তিনি বলেন, “এ ধরনের ঘটনাবলি দমন করতে হবে। নইলে পরিস্থিতি ভয়ানক হতে পারে।”
তিনি আরো বলেন, “শিক্ষকদেরও নির্মমভাবে আঘাত করা হয়েছে। ঢাকার একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বা সেনাবাহিনী কেউ এগিয়ে যায়নি। তারা বলেছে, দেখি আমরা না গেলে আপনারা কতটুকু কী করতে পারেন। এটা কি কোনো দায়িত্বশীল কথা হতে পারে? এই অন্যায় অবিচারের কথা ছাত্ররা ভুলবে না। বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। জাতীয় রাজনীতিতে যেন এর কোনো প্রভাব না পড়ে।”
মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয়, দেশের কর্তৃপক্ষকে বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই আহত শিক্ষক যদি মারা যান এর দায়িত্ব কে নেবে?”
“পুলিশ তো পাল্টায়নি। আগের মতই আছে” মন্তব্য করে তিনি আরো বলেন, “নুরকে কারা পিটিয়েছে তা তো ভিডিওতেই দেখা যায়। চট্টগ্রামের উপদেষ্টারা প্রতিবাদ করে, নিন্দা জানায়। আমরা কি এই সরকারের কাছে নিরাপদ?”
“ধানমন্ডিতে আওয়ামী লীগ মিছিল করে। পুলিশ কি করে? পুলিশ আসলে মানসিকভাবে নষ্ট হয়ে গেছে” -বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না আরো বলেন, “সরকারের উচিত ছিল কঠোর হওয়া। সরকার কঠোর ব্যবস্থা নেয়নি বলেই এসব ঘটনা দেশে ঘটে চলছে। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে আমরা আর এগোতে না পারি।”
তিনি বলেন, “সেনাপ্রধান প্রধান বিচারপতি সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয়ে মানুষকে কিছু জানানো হয় না। কাজেই মানুষের মনে নানা প্রশ্ন জাগছে। এমন বৈঠকের ঘটনা তো দেশের ইতিহাসে আর ঘটেনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতা তৈরি করা হবে- এমন ধারণা করাই যায়।”
সবাইকে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
“আমরা কি এই সরকারের কাছে নিরাপদ” এই প্রশ্নও করেন তিনি।
শীর্ষনিউজ